13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সংঘর্ষে আহত ১৬৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা

admin
April 9, 2018 6:39 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে আহত ১৬৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা দেয়া হয়েছে।

গতকাল রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চিকিৎসা শেষে ১৬১ জন ফিরে গেছেন বলে জানিয়েছেন ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক মো. আলাউদ্দিন। আহতদের মধ্যে ১০ জন ছাত্রী ছিলেন। বাকি দুইজনের শরীরে রাবার বুলেট লাগায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ভর্তিকৃত দুইজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লার হলের শাহরিয়ার শাকিল ও জিয়া হলের আশিকুর রহমান পল্লব।কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন জানান, হাসপাতালে ভর্তি দুইজনের অবস্থা গুরুতর নয়। তাদের শরীরে রাবার বুলেট লেগেছে।

তাই ভর্তি করা হয়েছে। তাদের যে কোনো সময় ছেড়ে দেয়া হবে।

http://www.anandalokfoundation.com/