13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সালথায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

admin
April 2, 2018 5:21 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথায় সুষ্ট ও সুন্দর পরিবেশের মধ্যেদিয়ে এইচ.এস.সি ও আলিম পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় ও সালথা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।

এবছরে এইচ.এস.সি ও আলিম পরীক্ষার প্রথম দিনে ৫৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

জানা যায়, সালথা কলেজের ২১৬ জন এইচ.এস.সি পরীক্ষার্থী সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ের ২৪৪ জন পরীক্ষার্থী ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ও বিভিন্ন মাদ্রাসার ৮৫ জন আলিম পরীক্ষার্থী সালথা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

এইচ.এস.সি পরীক্ষায় বাংলা ১ম পত্র ও আলিম পরীক্ষায় কোরআন মাজিদ পত্র প্রথম দিনে শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের জানিয়েছেন।

পরীক্ষা চলাকালীন সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান ৩টি কেন্দ্র পরিদর্শণ করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, পরীক্ষায় নকলের ব্যাপারে কঠোর অবস্থানে আছি।

 

http://www.anandalokfoundation.com/