13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার সৌদির আকাশসীমা ব্যবহার করে ভারতের প্রথম বিমান ইসরায়েলে

admin
March 30, 2018 9:22 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ সৌদির আকাশসীমা ব্যবহার করে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বৃহস্পতিবার ইসরায়েল পৌঁছেছে। এর ফলে এই প্রথমবার কোনো বিমান সৌদির আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল পৌঁছালো।
এআই১৩৯ ফ্লাইটটি তেল আবিবের বেন গুরিঅন বিমানবন্দরে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর অবতরণ করে। খবর মিডল ইস্ট মনিটরের।

ইসরায়েলের পরিবহনমন্ত্রী ইসরায়েল কাটজ এটিকে ‘একটি ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, এই প্রথম ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক স্থাপিত হলো।

সৌদির আকাশসীমা ব্যবহার করে এখন থেকে প্রতি সপ্তাহে তিনটি বাণিজ্যিক ফ্লাইট ইসরায়েল পৌঁছবে।

ইসরায়েলের পর্যটনমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেছেন, দুই বছরের কঠোর পরিশ্রমের পর এই ঐতিহাসিক দিনটি এলো।

তিনি বলেছেন, সৌদির আকাশসীমা ব্যবহার করায় ভারতের সঙ্গে ফ্লাইটের সময় দুই ঘণ্টা কম লাগবে। তাই টিকিটের দামও কমবে।

ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান এল আল বর্তমানে ভারতের মুম্বাই থেকে তাদের একটি ফ্লাইট পরিচালনা করে থাকে। ওই ফ্লাইটটি এতদিন সৌদি আরব ও ইরানকে এড়াতে লোহিত সাগরের ওপর দিয়ে যাতায়াত করত।

উল্লেখ্য, এরমধ্য দিয়ে ইসরায়েলগামী বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহারের ৭০ বছরের নিষেধাজ্ঞা সৌদি আরব কার্যত তুলে নিলো বলে মনে করা হচ্ছে। তবে এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

http://www.anandalokfoundation.com/