13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তা হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

admin
March 29, 2018 12:05 am
Link Copied!

পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে গেলে সেখানে বিমানবন্দরে অমর্যাদাকর তল্লাশির মুখে পড়েছিলেন বলে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। পাকিস্তানের কয়েকজন সরকারি কর্মকর্তার ভিসা বাতিলসহ ইসলামাবাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এমন খবরের মধ্যে এ ধরনের ঘটনা ঘটলো। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পারমাণবিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে সোমবার পাকিস্তানের সাতটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

এদিকে দুদিন ধরে পাকিস্তানের টেলিভিশনে শহীদ খাকান আব্বাসির সিকিউরিটি চেকের ভিডিও  সম্প্রচারিত হচ্ছে। সেখানে দেখা যায়, পাক প্রধানমন্ত্রী ব্যাগ ও কোট হাতে বিমানবন্দরের নিরাপত্তা চেকিং পার হয়ে আসছেন।

এরপরই পাকিস্তানের মিডিয়া ওই ঘটনার ব্যাপক সমালোচনা শুরু হয়। কেউ কেউ বলছেন, এ ঘটনায় পাকিস্তানের ‘মর্যাদাহানি হয়েছে’। তিনি দেশের জন্য ‘লজ্জা বয়ে এনেছেন’ বলেও মন্তব্য করেছেন অনেকে।

অসুস্থ বোনকে দেখতে গেল সপ্তাহে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেখানে তিনি এক অনির্ধারিত বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গেও সাক্ষাৎ করেন।

সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতার বিষয়ে যে সন্দেহ সৃষ্টি হয়েছে, তা নিরসনে পাকিস্তানের আরও কিছু করার আছে বলে জানিয়ে দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

http://www.anandalokfoundation.com/