13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষার ২৫ মিনিট আগে এইচএসসির প্রশ্নপত্রের সেট নির্ধারণ

admin
March 25, 2018 10:53 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  একাধিক প্রশ্নপত্রে হচ্ছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোন সেটে কোথায় পরীক্ষা নেয়া হবে তা ঠিক হবে লটারির মাধ্যমে। পরীক্ষা শুরু ২৫ মিনিট আগে জানিয়ে দেয়া হবে ঢাকা থেকে।

আজ রবিবার দুপুরে সচিবালয়ে প্রশ্নফাঁস বন্ধে জাতীয় তদারক কমিটির সঙ্গে বৈঠকে এসব কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সমালোচনার মুখে শিক্ষা মন্ত্রণালয়। নানা উদ্যোগের পরও ঠেকানো যায়নি এসএসসির প্রশ্নফাঁস।

দোসরা এপ্রিল শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সামনে রেখে জাতীয় তদারক কমিটির সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। জানান প্রশ্নফাঁস বন্ধে এবার থাকছে প্রশ্নপত্রের একাধিক সেট। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারি করে জানানো হবে কোন সেটে হচ্ছে পরীক্ষা।

বর্তমান ব্যবস্থায় প্রশ্নফাঁস বন্ধের শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় জানান শিক্ষা সচিব। তবে এ লক্ষ্যে কার্যকর উদ্যোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে কেন্দ্রে আসতে হবে শিক্ষার্থীদের। নিষিদ্ধ থাকছে মোবাইল ফোন।

http://www.anandalokfoundation.com/