13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রমজানে নব্বই ভাগ প্রস্তুতি সম্পন্ন করেছে টিসিবি

admin
March 24, 2018 11:29 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  আসছে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নব্বই ভাগ প্রস্তুতি শেষ করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবি। রমজানের আগেই সারাদেশে নিজস্ব ডিলার ছাড়াও খোলা ট্রাকের মাধ্যমে মশুর ডাল, চিনি, ছোলা, ভোজ্য তেল ও খেজুর বিক্রি করবে টিসিবি। তবে, ভোক্তাদের স্বার্থে এখনই বাজার নিয়ন্ত্রণে টিসিবিকে সক্রিয় হওয়ার পরামর্শ ক্যাবের।

বছরের অন্যান্য সময়ে তৎপরতা তেমন চোখে না পড়লেও রমজানকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবি। বাজার স্বাভাবিক রাখতে গত নভেম্বর থেকে পণ্য কেনার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি।

মশুর ডাল, চিনি, ছোলা, ভোজ্য তেল ও খেজুর- রমজানের অপরিহার্য এই পাঁচটি ভোগ্য পণ্য কেনার প্রক্রিয়াও শেষ হয়েছে প্রতিষ্ঠানটির। এবছর সারা দেশে ২৭৮৪ ডিলারের পাশাপাশি ভ্রাম্যমাণ ট্রাক ও নিজস্ব খুচরা বিক্রয় কেন্দ্রে
পণ্য বিক্রি করবে টিসিবি। এখনো পণ্যের মূল্য নির্ধারণ না হলেও, তা বাজার দরের চেয়ে কম হবে, বলছে সংস্থাটি।

রমজানে কোন কারসাজির মাধ্যমে যেন পণ্যের দাম না বাড়ে সে জন্য টিসিবিকে আরও কৌশলী হওয়ার পরামর্শ ক্যাবের। তবে শুধু রমজানের আগে তৎপরতা না দেখিয়ে বছর জুড়ে বাজার নিয়ন্ত্রণে টিসিবিকে কাজ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

http://www.anandalokfoundation.com/