13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়া শিল্পাঞ্চলের আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে শিল্প-কারখানা

admin
March 22, 2018 1:15 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ আশুলিয়া শিল্পাঞ্চলের আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে শিল্প-কারখানা। এসব কারখানায় মাঝে মধ্যেই ঘটছে অগ্নিকান্ড। কখনো আগুন ছড়িয়ে পড়ছে কারখানার আশপাশের বিভিন্ন বাসা বাড়িতে। ফলে সব সময় অগ্নি ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে মানুষজনকে।

১১ মার্চ সাভারের কাঠগড়ার একটি কারখানায় লাগা আগুন ছড়িয়ে পড়ে পাশের আবাসিক এলাকায়। পুড়ে যায় ১০টি ঘর। এ ঘটনার কিছুদিন আগে জিরাবো এলাকার একটি কারখানায় আগুন লেগে পুড়ে যায় পাশের শ্রমিক কলোনির ৩০টি ঘর।

সাভারের আশুলিয়ায় জিরাবো, কাঠগড়া, গাজীরচটসহ বিভিন্ন আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে প্রায় ৫০টির মতো ছোট-বড় শিল্প-কারখানা। কোন কারখানায় আগুন লাগলে মূহুর্তে ছড়িয়ে পড়ছে আশেপাশের বাসা-বাড়িতে।

আবাসিক এলাকার রাস্তাগুলো সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িও সময়মতো পৌঁছাতে সমস্যা হচ্ছে।

তবে এসব ব্যাপারে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি, পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কারখানা পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা।

শিল্পাঞ্চলের আবাসিক এলাকাগুলোতে শুধু শিল্প-কারখানাই নয়, নিয়ম-নীতি না মেনে যত্রতত্র গড়ে উঠছে ঝুট গোডাউন। এ নিয়ে শঙ্কিত এলাকার মানুষ।

 

http://www.anandalokfoundation.com/