13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আদেশ না পৌঁছা পর্যন্ত খালেদার মুক্তি নয়

admin
March 17, 2018 9:02 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ খালেদা জিয়ার জামিন আদেশ যতক্ষণ পর্যন্ত কারাগারে না পৌঁছে ততক্ষণ পর্যন্ত মুক্তি নয় বলে মন্তব্য করেছে আইনমন্ত্রী আনিসুল হক।
আজ সোমবার সচিবালয়ে খালেদা জিয়ার জামিন আদেশের পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ মন্তব্য করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, আমি এটিও শুনিনি, হাইকোর্ট কি রিটেন অর্ডার দিয়েছেন। যদি রিটেন অর্ডার থেকে থাকে আপনারা জানেন, আমি একজন আইনজীবী, সেক্ষেত্রে সার্টিফাইড কপি যদি ওনারা বলে থাকেন অ্যাডভান্স অর্ডারের সার্টিফাইড কপি চলে যাওয়ার, তাহলে অ্যাডভান্স অর্ডারের সার্টিফাইড কপি যাবে। আর যদি ওনারা বলে থাকেন আমরা সার্টিফাইড কপি দিলে পরে, তবে সেই আদেশ যতক্ষণ পর্যন্ত না জেলখানায় পৌঁছে আদালতের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত তাকে রিলিজ করা হবে না।

সরকারকে বা অ্যাটর্নি জেনারেল অফিসকে হয়তো তারা (খালেদা জিয়ার আইনজীবী) অবগত করতে পারেন। সেক্ষেত্রে এটি তাদের ব্যাপার।
আনিসুল হক বলেন, বিএনপি নেতারা সারাদেশে বলে বেড়াচ্ছিলেন আমরা নাকি আদালতে ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করছি বলে বেইলটা (জামিন) হচ্ছে না। আজকে প্রমাণিত হলো, বিচার বিভাগ যে স্বাধীন এবং বিচার কাজে যে সরকার হস্তক্ষেপ করে না’।
তিনি বলেন, আগে সবসময় থাকতো রাষ্ট্র বনাম আসামি। ২০০৪ সালে বিএনপি যখন ক্ষমতায় ছিলো, দুর্নীতি দমন আইন পাস করা হয়েছিলো। ২০০৭ পর্যন্ত যেটির কোনো কার্যক্রম হয়নি। সেই দুর্নীতি দমন আইনে বলা আছে দুর্নীতি দমন কমিশন হবে পক্ষ, রাষ্ট্র উইল বি দ্য সেকেন্ড পার্ট। তাহলে এখন দাঁড়ায় দুর্নীতি দমন কমিশন বনাম আসামি খালেদা জিয়া। এখন দুর্নীতি দমন কমিশন এরপর কর্মপন্থা বা কী করবেন সেই সিদ্ধান্ত তারা নেবেন। এটা সরকারের ব্যাপার নয়।
এর আগে দুপুরে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চার মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

http://www.anandalokfoundation.com/