13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মুকসুদপুরে মানববন্ধন

admin
March 12, 2018 7:06 pm
Link Copied!

শহিদুল ইসলাম,মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:  কাশিয়ানী উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তরের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকনের বিরুদ্ধে হয়রানিমূলক ধর্ষন মামলা করার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা গোপালগঞ্জের মুকসুদপুরে মানববন্ধন করেছেন ।

স্থানীয় সাংবাদিকদের আয়োজনে সোমবার সকাল ১০টার সময় টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাসষ্ট্যান্ডে দৈনিক যুগান্তরের টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি খোন্দকার রুহুল আমিনের সভাপতিত্বে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাকের মুকসুদপুর সংবাদদাতা খোন্দকার বেলায়েত হোসেন, দৈনিক নতুনদিনের মুকসুদপুর প্রতিনিধি শহিদুল ইসলাম, সাংবাদিক ফকির মিরাজ আলী শেখ, প্রভাষক বিধান পান্ডে, ডাঃ অশোক মন্ডল, কমরেড ইসাহাক মোল্লা, সাইফুল ইসলাম তালুকদার, ফারুক আহম্মেদ, মানবাধিকার কর্মী মোঃ দুলাল শেখ, রাসেল শেখ, জামাল মিয়া, হরেকৃষ্ণ মৃধা প্রমুখ ।

বক্তারা বলেন, রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই শামীম উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধনের সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে তিনি টাকার বিনিময় এক নারীকে দিয়ে আদালতে একটি মিথ্যা হয়রানিমূলক ধর্ষন মামলা করিয়েছেন । মূলত নিজের দোষ আড়াল করতে এসআই শামীম উদ্দিন এ মামলা করিয়েছেন । বক্তরা আগামী তিন দিনের মধ্যে সাংবাদিক লিয়াকত হোসেন লিংকনের বিরুদ্ধে করা মমলা প্রত্যাহার এবং এসআই শামীম উদ্দিনকে অপসারণের দাবি জানান।

http://www.anandalokfoundation.com/