13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ মার্চ জনসভা করবে বিএনপি

admin
March 12, 2018 2:42 pm
Link Copied!

বিশষ প্রতিবেদকঃ  সরকার মানুষের সব সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে। আজ (সোমবার) আমাদের সমাবেশের অনুমতি দেয়া হয়নি। কিন্তু আমরা প্রতিবাদ কর্মসূচি না দিয়ে ১৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন করবো। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত ১২ মার্চ সমাবেশের অনুমতি না পাওয়ায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আজ সোমবার সকাল ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ ঘোষণা দেন।

তিনি আরও বলেন, এছাড়া ১৫ মার্চ চট্টগ্রামে, ২৪ মার্চ বরিশালে এবং ৩১ মার্চ রাজশাহীতে জনসভা করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন,  নিরাপত্তার কারণ দেখিয়ে হুট করে সমাবেশ করতে দেয়নি পুলিশ। তাহলে কি গোয়েন্দারা রাজনীতি নিয়ন্ত্রণ করছে। গোয়েন্দারা কি সবকিছু ঠিক করে দেবে, কারা সমাবেশ করবে আর কারা করবে না।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। তারপর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়।  এরপর থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানান কর্মসূচি পালন করে আসছে বিএনপি।

http://www.anandalokfoundation.com/