13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাহমুদুর রহমানের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানির মামলা

admin
March 6, 2018 3:18 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  মানহানির অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে হাজার কোটি টাকার মামলা হয়েছে।

আজ (মঙ্গলবার) জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকা মহানগর হাকিম এ কে এম মাঈনউদ্দিন সিদ্দিকীর আদালতে মানহানির অভিযোগে এ মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী এবি সিদ্দিকী।

মামলার বিবরণে জানা যায়, গেলো ১ মার্চ বগুড়ায় এক মতবিনিময় সভায় মাহমুদুর রহমান বলেন, ‘বাংলাদেশে সন্ত্রাসের আমদানিকারক বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশে সন্ত্রাসের জনকের নাম হচ্ছে হাসানুল হক ইনু। তিনি আমাদের সামনে বড় বড় কথা বলেন। দেশে কারও লজ্জা শরম নেই। বর্তমানে দেশে কোনো স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই।’

মাহমুদুর রহমান আরও বলেন, একটি ফ্যাসিবাদী অবৈধ সরকার ক্ষমতায় আছে। যার হুকুমে বিচার বিভাগ, পুলিশ, র‌্যাবসহ সব প্রশাসনিক বিভাগ চলে।

মামলার বিবরণে বলা হয়, আসামির এ ধরনের বক্তব্য ইউটিউব ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়। এতে দেশ বিদেশের মানুষের কাছে বাংলাদেশ সরকারের সম্মানহানি হয়েছে। যা এক হাজার কোটি টাকার মানহানি এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল।

মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

এর আগেও মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানি মামলা হয়।

http://www.anandalokfoundation.com/