13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩০তম আঞ্চলিক জন্ম উৎসব পালন

admin
February 24, 2018 9:56 pm
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামের সিতু সুত্রধরের বাড়ীতে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩০তম আঞ্চলিক জন্ম উৎসব গতকাল বিভিন্ন অনুষ্টানমালার মদ্য দিয়ে অনুষ্টিত হয়েছে।

অনুষ্টানমালার মধ্য ছিল শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে লীলা কীর্তন,সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদ গ্রন্থাদি পাঠ,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান। ডাঃ রনজিত সুত্রধরের সভাপতিত্বে এবং শিক্ষক নিখিল সুত্রধরের পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন,বাংলাদেশ সৎসঙ্গের প্রচারক রতন কুমার দেব এসপিআর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সাধারন সম্পাদক মৃম্ময় কান্তি দাশ বিজন,উপজেরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও উপজেলা সৎসঙ্গের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল। বক্তব্য রাখেন,অবসরপ্রাপ্ত শিক্ষক বনমালী দেব,প্রদীপ সুত্রধর প্রমূখ। অনুষ্টানে লীলা কীর্তন পরিবেশন করেন চুনারুঘাটের কীর্তনীয়া বিনয় ভুষন সুত্রধর। এতে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।

http://www.anandalokfoundation.com/