13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে পাসপোর্ট দালালের কারাদণ্ড

admin
February 22, 2018 10:04 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২২ ফেব্রুয়ারি’২০১৮:  ঝিনাইদহে সুকান্ত সেন(৩২) নামে এক দালালকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দন্ড দেন। সুকান্ত সেন সদর উপজেলার নৃ-সিংহপুর গ্রামের সুবল সেনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইন কবির জানান, দীর্ঘদিন ধরে শহরের মদনমোহন পাড়ার গাঙ্গুলী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে পাসপোর্ট তৈরির জন্য ফরম, টাকা জমার রশিদ সংরক্ষণ করা হচ্ছে। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে সুকান্তকে আটক করা হয়। এসময় পাসপোর্ট ফরম, টাকা জমা দেওয়ার রশিদ ও ১০টি দেশের মুদ্রা উদ্ধার করা হয়। পরে তাকে পাসপোর্ট দালাল হিসেবে চিহ্নিত করে এক মাসের বিনাশ্রম কারশ্রন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুহিনুর খাতুন, ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/