13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সমাবেশের অনুমতি না পেয়ে শনিবার কালো পতাকা মিছিল করবে বিএনপি

admin
February 21, 2018 9:31 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি ঢাকায় মহাসমাবেশের জন্য ডিএমপির অনুমতি পায়নি বিএনপি। সমাবেশের অনুমতি না পাওয়ায় ঢাকা মহানগরীতে কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া ৫ বছরের কারাদণ্ডের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশের আয়োজন করার অনুমতি চেয়ে আবেদন করেছিল বিএনপি।

এজন্য ডিএমপিতে চিঠি পাঠানো হয় বিএনপির পক্ষ থেকে। কিন্তু অনুমতি না দেয়ার প্রতিবাদে আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার ঢাকায় কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে দলটি।

একইসঙ্গে সমাবেশের অনুমতি না দেয়ার নিন্দা জানিয়েছেন বিএনপির এই মুখপাত্র।

এর আগে, গেলো শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা জানিয়েছিলেন বিএনপির এই নেতা।

http://www.anandalokfoundation.com/