13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

admin
February 21, 2018 9:17 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  কেন্দ্রীয় শহীদ মিনারের মতো একুশের প্রথম প্রহরে বরিশাল, রাজশাহী ও দিনাজপুরসহ সারাদেশের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

বুধবারের প্রথম প্রহরে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, তালুকদার মো. ইউনুস, বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামাল।

এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সব শ্রেণি-পেশার মানুষ শহিদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাজশাহী মহানগরীর শহীদ মিনারগুলোতে একুশের প্রথম প্রহরে ঢল নামে জনতার। রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলজে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, খালেদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছায়দেুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

এখানে মহানগর বিএনপির পক্ষে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।

এদিকে রাজশাহীর ঐতিহাসিক ভুবন মোহন পার্ক শহীদ মিনারে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন ওর্য়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারেও প্রথম প্রহরেই পুষ্পার্ঘ অর্পণ করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। এরপর পুষ্পার্ঘ অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

পরে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

http://www.anandalokfoundation.com/