13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইরান বিশ্বের জন্য বড় হুমকি: নেতানিয়াহু

admin
February 19, 2018 11:52 am
Link Copied!

নিউজ ডেস্কঃ  ইরানকে বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার জার্মানির মিউনিখে ৫৪তম নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহু যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন তার হাতে একটি ড্রোনের ধ্বংসাবশেষ ছিল। এসময় তিনি দাবি করেন, ইরান ওই ড্রোনটি ইসরায়েলে পাঠিয়েছিল। তিনি বলেন, ইসরায়েল তার আশপাশের অঞ্চল নিয়ে ইরানকে নাক গলাতে দিবে না।

ইসরায়েলি প্রধানমন্ত্রী ২০১৫ সালে করা ইরানের পরমাণু চুক্তিকে জার্মানির নাৎসি বাহিনী নিয়ন্ত্রণের জন্য করা মিউনিখ চুক্তির সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ওই চুক্তির মাধ্যমে বিপজ্জনক ইরানি বাঘকে মুক্ত করে দেয়া হয়েছে।

সম্মেলনে ইরানের প্রতিনিধি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ মিথ্যাবাদী বলেও অ্যাখ্যা দেন নেতানিয়াহু।

এদিকে পাল্টা জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, নেতানিয়াহুর মাধ্যমে ‘কার্টুনধর্মী সার্কাস’ দেখলাম। তিনি বলেছেন, এ ধরনের বক্তব্যের জবাব দেয়ার প্রয়োজন মনে করে না ইরান।

জাভেদ জারিফ বলেন, আপনারা আজ সকালে (রোববার) একটি কার্টুনধর্মী সার্কাস প্রত্যক্ষ করেছেন যা প্রতিক্রিয়া জানানোর যোগ্য নয়।

উল্লেখ্য, গেলো ১০ ফেব্রুয়ারি সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরাইলি এফ-সিক্সটিন জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করে। ওই ঘটনার পর তেল আবিব ইরানি ড্রোন নামানোর দাবি করেন।

http://www.anandalokfoundation.com/