13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার ব্যাংক থেকে ৬০ লাখ ডলার হাতিয়ে নিলো হ্যাকার

admin
February 17, 2018 12:58 pm
Link Copied!

নিউজ ডেস্কঃ  বিশ্বব্যাপী ব্যাংকগুলোর লেনদেন সেবাদাতা মেসেজিং অ্যাপ সুইফটে সাইবার হামলা চালিয়ে রাশিয়ার ব্যাংক থেকে ৬০ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।

২০১৭ সালে এ অর্থ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক বলছে, অর্থ লোপাটে সুইফট কোড ব্যবহার করে হ্যাকাররা। রাশিয়ার ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল চুরি নিয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে হ্যাকিংয়ের এ কথা জানানো হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি।

সুইফটের মুখপাত্র নাতাশা ডি তেরান এ ব্যাপারে বলেন, ‘প্রতারণার কোনো ঘটনা ঘটলে আমরা যথাসম্ভব গ্রাহককে সহায়তা করি। কীভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা- সে ব্যাপারে উদ্যোগ নিই।’ সুইফটের বার্তা আদান-প্রদান সংকেত ব্যবহার করেই বিশ্বজুড়ে প্রতিদিন কোটি কোটি ডলারের লেনদেন হয়। প্রতিষ্ঠানটির দাবি, তাদের নিজেদের কম্পিউটার ব্যবস্থা কখনও হ্যাক হয়নি।

এর আগে ২০১৬ সালে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা চুরি করে ৮ কোটি ১০ লাখ ডলার। যার কিছু উদ্ধার করতে পেরেছে বাংলাদেশ ব্যাংক।

এ ঘটনার যে ব্যাংকের মাধ্যমে সর্বশেষ লেনদেন হয়েছিল ফিলিপাইনের সেই রিজাল ব্যাংকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

http://www.anandalokfoundation.com/