সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল পৌর এলাকার সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে ৪৯ ব্যাটেলিয়নের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন। তবে এসময় কোনো অপরাধীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা ।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের একটি বাগানে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে কয়েকজন একত্রিত হয়েছে। এমন সময় বিজিবি অভিযান চালালে অপরাধীরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি আগ্নেয় অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত আগ্নেয় অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে।
Leave a Reply