13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গুজবেই শেয়ারবাজারে দরপতন

admin
February 4, 2018 10:01 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  শেয়ারবাজারে সাম্প্রতিক দরপতনে গুজবকেই আবারও দায়ী করলেন শীর্ষ ব্রোকারেজরা। তারা বলছেন, গুজবের কারণেই এই পরিস্থিতি ঘটছে।

আজ রোববার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) যৌথ উদ্যোগে শীর্ষ ৩০ ব্রোকারদের নিয়ে জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন বিএমবিএ ও ডিবিএ সভাপতি।

ডিএসইতে অনুষ্ঠিত এ বৈঠকে ডিবিএ, বিএমবিএ ও শীর্ষ ব্রোকারেজ হাউজগুলোর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিবিএ সভাপতি মোস্তাক আহমেদ সাদেক বলেন, আজকের বৈঠকে শীর্ষ ৩০ ব্রোকারেজ প্রতিনিধিদের বক্তব্য শুনেছি। তাদের বক্তব্যের ভিত্তিতে বলা যায়, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিছক গুজবের কারণে হয়েছে।

তবে বাজার খারাপ হলে যে প্রাতিষ্ঠানিক বড় বিনিয়োগকারীদের সাপোর্ট আসে, তা এবার দেখা যাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।

নতুন মুদ্রানীতি, ঋণ আমানতের অনুপাত (এডিআর) কমানো এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় নিয়ে আতঙ্কের মধ্যে গত কয়েকদিন টানা দরপতনে দেশের পুঁজিবাজার।

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৬ হাজারের ঘর ভেঙে নিচে নেমেছে।

এদিন লেনদেন শেষে দেখা যায়, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩৩ পয়েন্ট। যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পতন বলে মনে করা হচ্ছে। সূচকটি এদিন সর্বশেষ ৫ হাজার ৮৮৮ পয়েন্টে অবস্থান করছে।

এ অবস্থায় দরপতনের মুখে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে নিয়ে জরুরি বৈঠক ডাকে ডিএসই কর্তৃপক্ষ।

সাড়ে ৩টায় মতিঝিলে ডিএসই’র কার্যালয়ে এই বৈঠক হয়।

ডিবিএ সভাপতি বলেন, অতীতে বহু রাজনৈতিক ঘটনা নিয়ে অনেক গুজবের ঘটনা ঘটেছে। তবে এবারের ঘটনা একটু বেশি প্যানিক সৃষ্টি করেছে।

এসময় বিএমবিএ সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগে সেসব সমস্যা তৈরি হচ্ছে; সেগুলো সমাধান করতে হবে। বিশেষ করে এক্সপোজারের সমস্যা। কারণ আমরা বাজারকে দীর্ঘ মেয়াদে স্থিতিশীল করতে চাই। সাময়িক সাপোর্ট দিয়ে বাজারকে ইতিবাচক করা সঠিক সমাধান নয়।

তিনি বলেন, আমরা শীর্ষ ব্রোকারেজ প্রতিনিধিদের বক্তব্যের ভিত্তিতে বেশ কিছু প্রস্তাব নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে দিতে চাই। এর মধ্যে কস্ট প্রাইসে এক্সপোজার বিবেচনা, বন্ডে বিনিয়োগকে এক্সপোজারের বাইরে দেখা, হাউজগুলোর নতুন শাখা খোলার অনুমতি, লেনদেন ডাটার গোপনীয়তা রক্ষাসহ বেশ কিছু প্রস্তাব পেয়েছি।

এসব বিষয়ের বাস্তবায়ন হলে দীর্ঘ মেয়াদে পুঁজিবাজার ভালো থাকবে বলে মনে করেন তিনি।

এর আগে গত ৩১ জানুয়ারি বিএমবিএ ও ডিবিএ নেতারা গুজবের কারনে শেয়ারবাজারে পতন হচ্ছে বলে জানান।

http://www.anandalokfoundation.com/