13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জের কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ার বার্ষিক কীর্তন উৎসব সমপন্ন,ভক্তদের উপচেপড়া ভীড়

admin
February 2, 2018 12:31 am
Link Copied!

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় গোবিন্দ জিড়র আখড়ায় ৩ দিনব্যাপী বার্ষিক অষ্টপ্রহর নামযজ্ঞ ও লীলা কীর্তন উৎসব গত ৩০ শে জানুয়ারী মঙ্গলবার দুপুরে দধিভান্ড ভঞ্জনের মধ্য দিয়ে উৎসব সমাপন হয়েছে।

হাজারো ভক্তবৃন্দের সমাগমে ও অতিথিদের পদচারনায় উৎসব অঙ্গন ছিল মুখরিত। এতে কীর্তন পরিবেশন করেন ইন্ডিয়ার শ্রীমতি বন্দনা রাহা,শ্রীমতি শেফালী সরকার ও শ্রীমঙ্গলের শ্রী বিকাশ পালসহ অন্যান্য কীর্তনীয়া দল। কীর্তন পরিচালনা কমিটির সভাপতি ক্ষীতিশ চন্দ্র পালের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনুর পরিচালনায় বার্ষিক এ উৎসব অনুষ্টানে উপস্থিত ছিলেন, লেঃ কর্নেল চন্দ্র কান্ত দাশ (সি,কে দাশ),মেজর অবঃ সুরঞ্জন দাশ,সাবেক এমপি শেখ সুজাত মিয়া,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মোঃ ছাবির আহমদ চৌধুরী,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল,সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু,আখড়া পরিচালনা কমিটির সভাপতি নিখিল আচার্য্য,সাবেক সভাপতি সুবিনয় কর, পৌর কাউন্সিলর বাবুল দাশ, উৎসব কমিটির সহ-সভাপতি অশোক তরু দাস, হিমাংশু শেখর রায়,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর, উপজেলা পুজা উদযাপন কমিটিরসাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,যুগ্ম সম্পাদক গৌতম কুমার রায়,লোকনাথ সেবা সংঘের সাবেক সভাপতি সুখেন্দু পুরকায়স্থ, নিতেশ রায়,সাধারন সম্পাদক সাধন দাশ,ব্যাংক কর্মকর্তা রাজেন্দ্র দত্ত রায়,মন্টু লাল আচার্য্য,প্রজেশ রায় নিতন, নৃপেন্দ্র পাল,প্রদীপ রায়,পবিত্র বনিক,দুলাল রায়,উত্তম কুমার রায়,দিপক পাল, লিটন দেবনাথ ,উৎপল দাশ,নীলকণ্ট দাশ সামন্ত নন্টী,অমলেন্দু সুত্রধর, ভানু লাল দাশ,তনুজ রায়,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সলিল বরন দাস,সুশান্ত বনিক,রতœদীপ দাস রাজু,রজত দাশসহ কীর্তন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

http://www.anandalokfoundation.com/