13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ৯ বছরের কন্যাকে ধর্ষণ করে হত্যা, আসামি ধরতে ব্যর্থ পুলিশ

admin
January 24, 2018 1:04 am
Link Copied!

রাজিব শর্মা, চট্টগ্রামঃ দুই দিন আগে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনি এলাকার ‘আয়শা মমতাজ মহল’ থেকে ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার মিমের লাশ উদ্ধার করে পুলিশ। মিম হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, পুলিশ এখনও তা উদ্ধার করতে পারেনি। তবে পুলিশ দাবি করছে, মিমকে ধর্ষণের পর হত্যা করা হয়।

রবিবার (২১ জানুয়ারি) রাতে মিমের লাশ উদ্ধারের পর আয়শা মমতাজ মহলের তত্ত্বাবধায়ক মনিরুল ইসলাম ওরফে মনুকে (৪৯) আটক করে পুলিশ। কিন্তু গত দুই দিনেও তারা মনুর কাছ থেকে কোনও তথ্য পায়নি।

মিমের লাশ উদ্ধারের ঘটনায় নিহতের মা রাবেয়া বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরদিন সোমবার (২২ জানুয়ারি) রাতে তিনি ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলাটি করেন। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। তবে ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, ‘ঘটনার রহস্য উম্মোচনে আমরা কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনও তথ্য পাইনি। ভবনের কেয়ারটেকার মনিরুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনও তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। আরও কয়েকজন সন্দেহভাজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে, মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মিমের ডিএনএ সংগ্রহ করা হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুলিশ সদস্যরা আয়শা মমতাজ মহলের আশপাশের দোকানদার ও স্থানীয়দের সঙ্গে কথা বলছেন। এসময় পুলিশ সদস্যরা জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছেন তারা।

সোহান নামে স্থানীয় একজন বলেন, ‘রবিবার রাতে কাজ শেষে বাসায় ফিরছিলাম। বাসার (আয়শা মমতাজ মহল) সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় দ্বিতীয়তলার সিঁড়ির পাশে লাশটি পড়ে থাকতে দেখি। দেখেই প্রথমে পাশের দুই ফ্ল্যাটের লোকজনকে জানাই। পরে ভবনের সবাইকে বিষয়টি জানাই। এরপর নিচে নেমে থানার নম্বর সংগ্রহ করে পুলিশে খবর দিই।’ তিনি বলেন, ‘লাশটি উত্তর-দক্ষিণমুখী করে রাখা ছিল।’

আয়শা মমতাজ মহলের পাশের দোকানদার মামুন বলেন, ‘ঘটনা শুনে ওপরে গিয়ে লাশটি দেখে মনে হয়েছে, লাশটি ওপর থেকে নিচের দিকে আনা হয়েছে। ওপর থেকে কেউ লাশটিকে কোলে করে এনে সেখানে রেখেছে বলে আমার মনে হয়েছে।’

http://www.anandalokfoundation.com/