13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

৪০০ কোটি টাকার বন্ড ছাড়ছে এনসিসি ব্যাংক

admin
January 23, 2018 8:50 pm
Link Copied!

নিউজ ডেস্কঃ  ৪০০ কোটি টাকার বন্ড ছাড়ছে বেসরকারি খাতের এনসিসি ব্যাংক লিমিটেড। বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই বন্ড ইস্যুর অনুমোদন করেছে।

আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, এই বন্ডের বৈশিষ্ট্য হবে অ-রূপান্তরযোগ্য। এর মেয়াদ হবে সাত বছর। এটি পূর্ণ অবসায়নযোগ্য হবে।

বন্ডটি ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড এবং উচ্চ সম্পদশালীরা কিনতে পারবেন।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে এনসিসি ব্যাংক টায়ার টু বেস শর্ত পূরণ করবে।

বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ কোটি টাকা। এর ট্রাস্টি হিসাবে কাজ করছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

http://www.anandalokfoundation.com/