13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দশ বছর পর বেনজির ভুট্টো হত্যার দায় স্বীকার

admin
January 17, 2018 12:16 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ দশ বছর পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে তেহরিক ই তালিবান পাকিস্তান। তালেবান জঙ্গি নেতা আবু মনসুর অসিম মুফতি নূর ওয়ালির লেখা নতুন এক বইয়ে বেনজীরকে হত্যার বিবরণ দেয়া হয়েছে।

২০০৭ সালের ২৭শে ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে আত্মঘাতী হামলায় নিহত হন বেনজির ভুট্টো। গাড়ি বহরের কাছে গিয়ে বেনজীরকে গুলি করে বিলাল নামে এক কিশোর। পরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় সে।

পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক জেনারেল পারভেজ মুশাররফ প্রশাসন তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে বেনজির হত্যার জন্য দায়ী করেছিল। কিন্তু তারা এতদিন এ হত্যাকাণ্ড নিয়ে মুখ খোলেনি। হত্যা মামলা থেকে টিটিপি’র ৫ সন্দেহভাজন জঙ্গি খালাসও পায়। শেষ পর্যন্ত তালেবান নেতা মনসুর তার বইয়ে বেনজির হত্যাকাণ্ডে তার দল জড়িত থাকার দাবি করলেন।

‘ইনকিলাব মেহসুদ সাউথ ওয়াজিরিস্তান- ফ্রম ব্রিটিশ রাজ টু আমেরিকান ইমপেরিয়ালিজম’ নামের বইটি গত বছর ৩০শে নভেম্বর প্রকাশিত হয়। রোববার বইটি অনলাইনে প্রকাশ করা হয়।

http://www.anandalokfoundation.com/