13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন মাদরাসা শিক্ষকরা

admin
January 16, 2018 3:56 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদক :  টানা ৮ দিন আমরণ অনশনের পর দাবি পূরণের আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা।

মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর হোসেন জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অনশনস্থলে এসে তাদের অনশন ভাঙান।

 

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত অবস্থান ধর্মঘট শুরু করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা। দাবি না মানায় ৯ জানুয়ারি থেকে আমরণ অনশন শুরু করেন শিক্ষকরা।

এর আগে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান জানান, বেলা পৌনে ১টায় শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পুল ভবনে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে শিক্ষক প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। ‍উনারা বলেছেন, আমাদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরে গেছে, অর্থমন্ত্রীও আশ্বাস দিয়েছেন, এই অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করতে বলেছেন।

পরে অনশনস্থলে আন্দোলনরত শিক্ষকদের কাছে শিক্ষা সচিব এই বিষয়টি ঘোষণা করলে, কর্মসূচি প্রত্যাহার করা হয়।

কাজী মোখলেছুর রহমান জানান, আগামী প্রাক-বাজেটে যদি আমাদের দাবি মেনে নেয়া না হয় তাহলে আমরা আবার আন্দোলন করবো।

শিক্ষা সচিব আলমগীর হোসেন শিক্ষকদের জানান, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে গেছে। তাদের দাবি পুরনে চেষ্টা করা হবে।

http://www.anandalokfoundation.com/