13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল চেকপোষ্ট কাস্টমসের স্কানিং মেশিন রাতারাতি সরিয়ে যাত্রী টার্মিনালে

admin
January 16, 2018 12:21 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল চেকপোষ্টে কাস্টমসের কোটি টাকার স্কানিং মেশিন রাতারাতি আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালে স্থাপন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল রবিবার রাত্রে এ মেশিন কাস্টমস থেকে যাত্রী টার্মিনালে স্থাপন করা হয়েছে।

বিগত বছর খানেক ধরে চীন থেকে আমদানিকৃত স্কানিং মেশিনটি বেনাপোল চেকপোষ্ট কাস্টমস বহির্গমনে স্থাপন করে পাসপোর্টযাত্রীদের ল্যাগেজ তল্লাশির কাজে ব্যবহার করা হতো। সেখান থেকে হঠাৎ সোমবার রাত্রে কি কারনে কি সুবিধার্থে যাত্রী টার্মিনালে স্থাপন করা হয়েছে তার কোন সুনির্দিষ্ট কারন জানা যায়নি।

বেনাপোল চেকপোষ্ট কাষ্টমসে দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা নমিতা রায় বলেন কাস্টমস এর মুল ভবন থেকে রাত্রে স্থল বন্দরের টার্মিনালে আনা হয়েছে । কি কারনে আনা হয়েছে আমি বলতে পারব না। আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবে। তবে এখানে ও তাদের ব্যাগ তল্লাশির কাজ একই নিয়মে চলছে ।

http://www.anandalokfoundation.com/