13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

একটি মাছের দাম প্রায় আড়াই কোটি টাকা!‌

admin
January 6, 2018 11:53 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ একটি মাছের দাম ৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি অর্থমূল্যে ২ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ১৫০ টাকা!অবিশ্বাস্য মনে হলেও সত্যি। জাপানের টোকিওতে মাছের পাইকারি বাজার সুজিকি মার্কেটে একটি দৈত্যাকৃতি নীল টুনা’র (‌সার্ডিন জাতীয় মাছ)‌ নিলামে এই দাম উঠেছে। যা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। এটিই এশিয়ার সবচেয়ে বড় মাছের বাজার।

শুক্রবার হয়েছিল এই নিলাম। ওই বাজারে প্রতি বছরই জানুয়ারির প্রথম সপ্তাহে মাছের নিলামের আসর বসে। তবে কোনও বারই এত দামে কোনও মাছ বিক্রি হয়নি। মাছটি কিনেছেন টোকিওর বিখ্যাত রেস্তোরাঁকর মালিক হিরোশি ওনোদেরা।

তিনি বলেছেন, আমার রেস্তোরাঁর ক্রেতাদের জন্য এটা একটা দারুণ উপহার হবে। নতুন বছরের শুরুতেই এরকম একটা মাছের তৈরি কিছু পদ ক্রেতাদের হাতে তুলে দিতে পেরে আমার দারুণ লাগবে।

http://www.anandalokfoundation.com/