13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চর্ম ও যৌনরোগসহ বহু রোগের ওষুধ অর্জুন গাছ

admin
January 6, 2018 12:00 am
Link Copied!

স্বাস্থ্য বার্তা ডেস্কঃ আধুনিকতার দোহায় দিয়ে যতো চিকিৎসায় করা হোক না কেনো গাছ-গাছালির গুণাগুণ অপরিসীম। এদের মধ্যে অন্যতম হলো অর্জুন বৃক্ষ। অর্জুনে রয়েছে চর্ম ও যৌনরোগসহ বহু রোগের উপকারী গুণাগুণ। তাহলে আসুন কি কি উপকার করে এই বৃক্ষ যেনে নেওয়া যাক।

মাঝারি আকৃতির এই পত্র পতনশীল বৃক্ষটি তার ওষধী গুণ নিয়ে মানব সমাজে দৃষ্টি আকৃষ্ট করেছে সুপ্রাচীন কাল থেকেই। শারীরিক বল ফিরে আনা এবং রণাঙ্গনে মনকে উজ্জ্বীবিত করতে ভেষজ রস হিসেবে অর্জুনের ব্যবহার রয়েছে প্রাচীনকাল থেকে।

তারপর যতই দিন যাচ্ছে ততই অর্জুনের উপকারী দিক উদ্ভাবিত হচ্ছে।

* অর্জুন গাছের ছাল, ফল ও পাতা তিনটিই ওষুধী উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তবে অর্জুন গাছের ছালই ভেষজ চিকিৎসায় বেশি ব্যবহৃত হয়ে থাকে।

* অর্জুন গাছের ছাল বেটে খেলে হৃৎপিণ্ডের পেশি শক্তিশালী হয় এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ে।

* অর্জুন গাছের রসে রক্ত পরিশোধন ক্ষমতা রয়েছে। এ কারণে পথ্য হিসেবে অর্জুনের রস হর হামেসা ব্যবহৃত হয়ে থাকে।

* অর্জুন খাদ্য হজম ক্ষমতা বাড়ায়। খাদ্যতন্ত্রের শৃংখলা স্বাভাবিক রাখতে সাহায্য করে।

* অর্জুন গাছের রস চর্ম ও যৌনরোগে উপকার করে। যৌন উদ্দীপনা বাড়াতেও অর্জুনের রস সাহায্য করে বলে ভেষজবিদরা বলে থাকেন।

* শরীরে খোস-পাচড়া দেখা দিলে অর্জুন গাছের ছাল বেটে লাগালে ভালো হয়ে যায়।

এসব ছাড়াও অর্জুন গাছের আরও অসংখ্য রোগের ওষুধ প্রস্তুতিতে অন্যতম ভেষজ উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

http://www.anandalokfoundation.com/