13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চলতি অর্থ বছরে ডিএসই থেকে রাজস্ব বেড়েছে ৬০ শতাংশ

admin
January 2, 2018 3:41 pm
Link Copied!

নিউজ ডেস্কঃ   দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের রাজস্ব বেড়েছে ৬০ শতাংশের বেশি।

ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই সরকারি কোষাগারে ১৪২ কোটি ৪৮ লাখ টাকা জমা প্রদান করেছে। এর আগের বছরের একই সময়ে যা ছিল ৮৮ কোটি ৭৫ লাখ টাকা।

সেই হিসাবে এই ছয় মাসে ডিএসইর রাজস্ব আদায় বেড়েছে ৫৩ কোটি ৭৩ লাখ টাকা বা ৬০ দশমিক ৫৪ শতাংশ।

ডিএসইর হিসাবে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ১০৩ কোটি ৪৮ লাখ টাকা, যা আগের বছরে একই সময়ে ছিল ৬৭ কোটি ৩৮ লাখ টাকা।

সেই হিসাবে প্রতিষ্ঠানগুলো থেকে ডিএসইর আয় বেড়েছে ৩৬ কোটি ১০ লাখ বা ৫৩ দশমিক ৫৭ শতাংশ।

এই ছয় মাসে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকেও রাজস্ব আদায় ১৭ কোটি ৩৫ লাখ টাকা বা ৮১ দশমিক ১৮ শতাংশ বেড়েছে।

http://www.anandalokfoundation.com/