13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চাকরি বাঁচাতে রংপুরে ইসি ও জেলা প্রশাসনের বিমাতাসুলভ আচরণ: বিএনপি

admin
December 21, 2017 6:42 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ চাকরি বাঁচাতে নির্বাচন কমিশন (ইসি) ও রংপুরের জেলা প্রশাসন বিএনপি প্রার্থীর সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একজন মেয়র প্রার্থী হিসেবে রংপুরে অন্য প্রার্থীর মতো বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা সমান সুযোগ সুবিধা পাচ্ছেন না। এটা ইসি ও জেলা প্রশাসনের বিমাতাসুলভ আচরণ। তারা নিজেদের চাকরি বাঁচাতে এটা করছে।

ইভিএম কেন্দ্রে লাঙল এগিয়ে
রংপুরে সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলক ইভিএমের ভোট নেয়া একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফলে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ৬৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ৩০৪ ভোট।
বিএনপির কাওছার জামান বাবলা পেয়েছেন ১১৭ ভোট।
এর আগে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে রংপুর সিটি করপোরেশন(রসিক) নির্বাচনের ভোটগ্রহণ।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচনে শীতের কারণে সকাল থেকে ভোটারের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ভোটাররা।
নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের শালবন এলাকায় রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজে কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রথমে অনেককেই ভোট দেয়ার আগে দুশ্চিন্তায় দেখা গেলেও পরে ভোট দিয়ে তাদের আনন্দিত দেখা যায়।
আজ সকাল ৮টা থেকে ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। সাতজন মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫টি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

http://www.anandalokfoundation.com/