13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অকারণে ঘেমে যাওয়া নিয়ে ভয়ংকর ইঙ্গিত দিলেন চিকিৎসকরা

admin
December 21, 2017 12:25 am
Link Copied!

স্বাস্থ্য ডেস্কঃ অনেকে ঘুম থেকে উঠে আবিষ্কার করেন বালিশ আপনার শরীরের ঘামে ভেজা। কোন পরিশ্রম না করেই ঘুমের ভেতরেই ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন অনেকেই। অনেকেই বুঝতে পারেন না কত বড় বিপদের লক্ষণ হতে পারে এটা। চিকিৎসকরা জানাচ্ছেন, হৃদরোগের আগাম ইঙ্গিত হতে পারে এটা।

জানা গেছে, অঝোরে ঘাম হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ। বিশেষ করে যখন কেউ ব্যায়াম বা অন্য কিছু করে শরীরকে ব্যস্ত রাখেনি।

হৃদরোগে আক্রান্ত হওয়ার লক্ষণ হিসেবে বুকে ব্যথার পাশাপাশি কাঁধ ও হাতে ব্যথা কিংবা ঘাড় ও চোয়ালে অস্বস্তির কথা বলা হয়। কিন্তু অনেক সময়ই দেখা যায় ব্যথা শুরুর আগে শরীরে ঘাম হতে থাকে। সেই ঘামই প্রাথমিক লক্ষণ, সেটা অনেক সময়ই আক্রান্ত বুঝতে পারেন না। অনেক সময় নারীরা সেই ঘামকে মেনোপজের লক্ষণ ভেবে নেন।

http://www.anandalokfoundation.com/