13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে কোহলি

admin
December 7, 2017 7:15 pm
Link Copied!

স্পোর্টস ডেস্ক: টেস্টে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে কোহলি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষেই আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি টেস্টে রেকর্ডের পসরা সাজিয়ে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়েও সেরা হওয়ার পথে রয়েছেন মারকুটে এই ব্যাটসম্যান। তিন ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন। এক নম্বরে থাকা স্টিভেন স্মিথের চেয়ে তার পয়েন্ট ব্যবধান ৪৫!

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে কোহলির ব্যাট ছিল রানে ভরপুর। ৫ ইনিংসে করেছেন মোট ৬১০ রান। তাতে ছিল টানা দুটি ডাবল সেঞ্চুরি! এই ডাবল সেঞ্চুরি দিয়েই রেকর্ড গড়েছেন ভিন্নভাবে। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি এখন কোহলির। সেই জ্বল-জ্বলে পারফরম্যান্স প্রভাব ফেলেছে কোহলির টেস্ট র‌্যাংকিংয়ে। তৃতীয় টেস্টে ২৪৩ রানের ইনিংস তাকে সাহায্য করেছে ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পূজারা, কেন উইলিয়ামসন ও জো রুটকে পেছনে ফেলতে।

অপর দিকে সম্প্রতি টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল। ক্যারিয়ারে এই প্রথমবার ৮ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন নবম স্থানে। সিরিজে তার মোট রান ছিল ৩৬৬।

এক নজরে টেস্টের সেরা দশ

১. স্টিভেন স্মিথ (রেটিং ৯৩৮)

২. বিরাট কোহলি (রেটিং ৮৯৩)

৩. জো রুট (রেটিং ৮৭৯)

৪. চেতেশ্বর পূজারা (রেটিং ৮৭৩)

৫. কেন উইলিয়ামসন (রেটিং ৮৬৫)

৬. ডেভিড ওয়ার্নার (রেটিং ৮১৫)

৭. হাশিম আমলা (রেটিং ৭৯৫)

৮. আজহার আলী (রেটিং ৭৫৫)

৯. দিনেশ চান্ডিমাল (রেটিং ৭৪৩)

১০. ডিন এলগার (রেটিং ৭৩২)

http://www.anandalokfoundation.com/