13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

টিলাগাঁওয়ে “সনাতন সমাজ উন্নয়নে যুব সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

admin
December 2, 2017 9:53 pm
Link Copied!

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাধীন টিলাগাঁও ইউনিয়নের লংলা চা-বাগান শিববাড়ি লাইনের শিব মন্দির প্রাঙ্গনে ইন্টারন্যাশনাল সেন্টার ফর শ্রীচৈতন্যদেব স্টাডিজ (আই.সি.এস.এস) লংলা আঞ্চলিক শাখার উদ্যেগে গত ১লা ডিসেম্বর “সনাতন সমাজ উন্নয়নে যুব সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আই.সি.এস.এস লংলা আঞ্চলিক শাখার প্রধান উপদেষ্ঠা প্রবীণ শ্রমিক নেতা শ্যাম নারায়ন গৌড়ের সভাপতিত্ত্বে ও সংগঠনের জেলা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নয়ন লাল দেবের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই.সি.এস.এস মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিষ্ণুপদ ধর। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই.সি.এস.এস মৌলভীবাজার জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক তপন দত্ত, কুলাউড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক সুধাংশু মোহন বিশ্বাস, বিশেষ প্রতিনিধি নুপুর ধর।

স্বাগত বক্তব্য রাখেন লংলা আঞ্চলিক শাখার আহব্বায়ক জ্ঞান শংকর গৌড়, বক্তব্য রাখেন গোপাল কানু, রঞ্জু রাজভর ও অজয় যাদব প্রমূখ। অনুষ্টানের শুরুতে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ করেন রীনা গোস্বামী। সেমিনারে বক্তারা বর্তমান সামাজিক অবক্ষয় রোধে যুব সমাজকে এগিয়ে আসতে এবং সনাতন ধর্মের সকল কু-সংস্কারের দেয়াল ভেঙ্গে একটি সুন্দর সংঘবদ্ধ সমাজ গঠনে ব্রতি হতে সনাতন যুবসমাজের প্রতি আহব্বান জানান।

http://www.anandalokfoundation.com/