13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এবার স্বর্ণের দাম ১ হাজার ৪শ টাকা বাড়ল

admin
November 26, 2017 6:55 am
Link Copied!

নিউজ ডেস্কঃ তিন মাসের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের বাড়ানো হলো। এবার ভরিপ্রতি এক হাজার ৪শ’ টাকা বাড়ানো হয়েছে।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে নতুন এ দর সারাদেশে কার্যকর হবে।

সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধি এবং স্থানীয় বাজারে চাহিদা বাড়ার কারণে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

এর আগে গত ২০ ও ২৫ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমানো হয়েছিল।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৯ হাজার ২২২ টাকায়। শনিবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৭ হাজার ৮২২  টাকা।

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৪৭ হাজার ৬ টাকায়। শনিবার পর্যন্ত এ মানের প্রতি ভরি স্বর্ণের বিক্রিমূল্য ছিল ৪৫ হাজার ৭২৩ টাকা।

বিজ্ঞপ্তিতে  আরো বলা হয়,  ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ১৬৬ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪১ হাজার ৪০৭ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম রয়েছে ৪০ হাজার ২৪১ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ২৫ হাজার ৯৫২ টাকায়; যা শনিবার পর্যন্ত ছিল ২৫ হাজার ৩৬৯ টাকা ভরি।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য ছিল এক হাজার ৫০ টাকা। এখনও তাই নির্ধারিত রয়েছে।

http://www.anandalokfoundation.com/