13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে গ্রামের কোন্দলে ক্ষীরোদের প্রায় তিন লক্ষ টাকার ফুলকপির ক্ষেত রাতের আধারে কেটে উজার

admin
November 25, 2017 4:19 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে জাননগর গ্রামের কৃষক ক্ষীরোদ চন্দ্র মন্ডলের মাঠে লাগানো গ্রায় ৪২ শতাংশ জমির ফুলকপির গাছ গত শুক্রবার গভীর রাতে কেটে উজার করে দিয়েছে বলে খবর পাওয়া যায়।

প্রতিদিনের ন্যায় শনিবার সকালে ক্ষীরোদ চন্দ্র মন্ডল মাঠে ফুলকপি ক্ষেতে পানি দিতে গিয়ে তার ক্ষেতের কপি গাছ কাটা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। এ ব্যপারে তিনি ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) এবং আশেপাশে লোকের নিকট জানালে জনগণ ও চেয়ারম্যান ঘটনার সত্যতা দেখতে পান খবর শুনে আজ শনিবার সকালে ক্ষীরোদ মন্ডলের বাড়িতে গেলে ক্ষীরোদ মন্ডল কান্নায় ভেঙ্গে পড়েন এবং তার সঙ্গে ক্ষেতে গেলে ফুলকপি গাছ কাটার সত্যতা পাওয়া যায়।

এ ব্যপারে তার সঙ্গে আলাপ করলে তিনি বলেন আমার গ্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন তার ধারনা শরীকের মধ্যে দ্বন্দ কলহ এবং জমিজমা সংক্রান্ত মামলা মোকদর্মা থাকার কারনে আমার এই সর্বনাশ হল।

http://www.anandalokfoundation.com/