13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শ্রী চৈতন্য মঠের শতবর্ষ উদ্‌যাপনে নারিন্দা গৌড়ীয় মঠ

admin
November 18, 2017 9:10 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  সনাতন ধর্মালম্বীদের গৌড়ীয় আচার্য ভাস্কর শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের প্রতিষ্ঠিত আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে দুই দিনের বিশেষ অনুষ্ঠানে মূখরিত নারিন্দা গৌড়ীয় মঠ।

আজ ১৭ই নভেম্বর ২০১৭ শুক্রবার রাজধানী ঢাকার নারিন্দা গৌড়ীয় মঠে বিশেষ অনুষ্ঠান মালা উৎসবমূখর পরিবেশে প্রথম দিন উদ্‌যাপিত হল।

অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রী চৈতন্য মঠাচার্য ত্রিদণ্ডীস্বামী শ্রীমদ্ভক্তি প্রজ্ঞান যতি গোস্বামী মহারাজ। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠাচার্য্য শ্রীল ভক্তি বিবুধ বোধায়ন গোস্বামী মহরাজ।  অতিথির আসনে ছিলেন মায়াপুর চৈতন্য মঠের সাধারন সম্পাদক ত্রিদণ্ডী স্বামী ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ প্রমূখ।

স্বাগত বক্তব্য তুলে ধরেন শ্রীশ্রী মাধ্ব গৌড়ীয় মঠের সাধারণ সম্পাদক শ্রী উপানন্দ দাসাধিকারী(উৎপল রায়)।

গৌড়ীয় সম্প্রদায়ের সকল মহানুভব আচার্য্যগণ, সন্ন্যাসী, ব্রহ্মচারী ও ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত শ্রীশ্রী মাধ্ব গৌড়ীয় মঠ।

http://www.anandalokfoundation.com/