13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে “কমিউনিটি পুলিশিং ডে” উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত

admin
October 29, 2017 10:53 pm
Link Copied!

পুলিশের সাথে জনগনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে প্রধানমন্ত্রীর কমিউনিটি পুলিশিং পদক্ষেপ নিসন্দেহে প্রশংসনীয়- এমপি মুনিম চৌধুরী
(সংশোধিত) উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ পুলিশিই জনতাই, জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে পালিত হয়েছে “কমিউনিটি পুলিশিং ডে”। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিশাল বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রথমে র‌্যালীটি শহরের প্রধান সকল সড়ক প্রদক্ষিন করে পরে থানা প্রাঙ্গনে র‌্যালী শেষে আলোচনা সভায় যোগ দেয়। থানার অফিসার ইনচার্জ এস এম আতাইর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ এম এ মুনিম চৌধুরী বাবু। এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, নজরুল ইসলাম, মুহিবুর রহমান হারুন, আবু সাঈদ এওলা, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, প্যানেল মেয়র এটিএম সালাম, প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, জে.কে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল সালাম, থানা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, আব্দুস সালাম, আলা উদ্দিন, কবির মিয়া, সুন্দর আলী, জায়েদ চৌধুরী, রোকেয়া বেগম, ফারজানা আক্তার পারুল, সৈয়দা নাসিমা, দৈনিক বিবিয়ানা পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক ওহি দেওয়ান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেকলীগ সভাপতি ইকবাল আহমেদ বেলাল, ছাত্রলীগ সভাপতি আবু সালেহ জীবন প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং এর স্বীকৃতি দিয়ে সাধারন মানুষের সাথে পুলিশের দুরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

নবীগঞ্জে “কমিউনিটি পুলিশিং ডেএমপি মুনিম বাবু আরো বলেন, দেশ এগিয়ে চলছে, দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে সকলে একযোগে কাজ করতে হবে। র‌্যালীতে নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের প্রভাষক সুমন মিয়া, শারমীন জাহান শীলা দ্বীপ শংকর রায়, শেখ সুলতানা রাবেয়াসহ প্রায় শতাধিক ছাত্রীরা অংশগ্রহন করেন।

http://www.anandalokfoundation.com/