13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ারা কমিউনিটি পুলিশিং ডে- ২০১৭ অনুষ্টিত

admin
October 28, 2017 1:02 pm
Link Copied!

‘পুলিশই জনতা জনতাই পুলিশ’

রাজিব শর্মা, চট্টগ্রামঃ দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আজ শনিবার(২৮-১০-২০১৭) সকাল ১০ ঘটিকায় আনোয়ারা থানা পুলিশ, উপজেলা গ্রাম পুলিশ, মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন স্তরের কর্মকতারা ঐক্যবদ্ধ হয়ে এক র্যালী বের করেন।

এরপর সকাল ১১ টার সময় উপজেলার এডভোকেট আব্দুল জলিল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্টানে এস আই মাইনুল ইসলামের সঞ্চালনায় আনোয়ারা উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সচিব মোঃ ছৈয়দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক দুলাল মাহমুদ ওসি (আনোয়ারা থানা পুলিশ), প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌঃ, সম্মানিত অতিথি সহকারী কমিশনার (ভূমি) আনোয়ারা আব্দুল মোমিন, প্রধান আলোচক মোঃ মফিজ উদ্দীন( এ এস পি আনোয়ারা সার্কেল)।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌঃ বলেন, ‘আজকের এই কমিউনিটি পুলিশিং ডে তে বলব, আনোয়ারা থানার বর্তমান ওসি দুলাল মাহমুদ অল্প সময়ে আনোয়ারা মাদক চালানকে নিয়ন্ত্রণে এনেছেন, অল্প সময়ে প্রচুর মাদক ব্যবসায়দের গ্রেপ্তার করে জনগণে সামনে মুখোশ উন্মোচন করেন। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌঃ এর ‘জিহাদ’ ঘোষণা করার পর আনোয়ারা থানার পুলিশ বাহিনী ও জনগণ সৌচ্চার হয়েছেন। তবে বলব এই আনোয়ারার সাড়ে তিন লক্ষ জনগণকে ৩০ থেকে ৩৫ জন পুলিশ দিয়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব নই। এর জন্য জনগণকে সচেতন হতে হবে, কোন মাদক, চোরাচালানি, অল্প সময়ে কোটি কোটি টাকার পাহাড় করেছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, দুদকের নিকট সোপর্দ করতে হবে। আইনকে সাহায্য করতে হবে। কোন মাদক ব্যবসায়ীকে সমাজে স্থান দেয়া যাবে না। তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে সহকারি পুলিশ সুপার বলেন মফিজ উদ্দীন বলেন, ‘আমি যখন আনোয়ারায় যোগদান করি তখন আনোয়ারার উপকূলীয় অঞ্চলে বিপুল মাদকের চালান নামেন, আনোয়ারা থানা পুলিশ জনগনের সহযোগিতায় দমন করতে পেরেছেন, তবে জনগনের কাছে অনুরোধ পুলিশকে মাদক ও অপরাধ সংক্রান্তে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।’

উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ারা যুবলীগ নেতা এম. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার ফৌজুল আহম্মদ, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান দোলন মজুমদার, আনোয়ারা ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুর রশীদ, আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রিদুয়ানুল হকসহ অনান্য বক্তারা।

http://www.anandalokfoundation.com/