13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি শহরে ছোট-ছোট ছেলেদের হাতে মোটরবাইকঃ বাড়ছে সড়ক দুর্ঘটনা প্রবনতা

admin
September 22, 2017 10:26 pm
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরে ছোট-ছোট ছেলেদের হাতে বেপরোয়া গতিতে মোটরবাইক চালানোর ফলে বাড়ছে দুর্ঘটনা। অপ্রাপ্ত বয়স্ক এসব ছেলেদের যেমন নেই ড্রাইভিং লাইসেন্স তেমনি নেই বাইক চালানোর সাধারন জ্ঞান। নেই নিরাপত্তার জন্য হেলমেট ও ।

ট্রফিক আইন অনুযায়ী একটি বাইকে ড্রাইভার সহ এক জন নিয়ে চালানোর নিয়ম থাকলেও তা মানছেনা বেশীর ভাগ বাইকধারী যুবকেরা। একটি বাইকে তিন-চার-পাঁচ জনকে নিয়েও চালাতে দেখা যায়।কিছুদিন আগে বিষয়টি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো.জাকির হোসেন (রাজস্ব) এর নজরে আসলে তিনি এর কড়া প্রতিবাদ জানান।তিনি বলেন এসব ছেলেদের অবিভাবকদের সচেতন হওয়া উচিত।

এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি কামনা করছে জনসাধারন।

http://www.anandalokfoundation.com/