পরিধেয় বস্ত্র ছাড়া একজন মানুষ যেমন বেমানান, তেমনি নৈতিক, মানবিক ও চারিত্রিক গুণ ছাড়া একজন মানুষ বেমানান। মানুষ হওয়া সহজ কিন্তু একজন সেরা মানুষ বা মানুষের মত মানুষ হওয়া বেশ কঠিন। একজন মানুষকে সত্যিকারের মানুষ বানাতে পারে কর্ম। যে মন কর্তব্যরত নয় সে মন অনুপভোগ্য। কর্মে মধ্যে দিয়ে অন্যের মন খোঁজলে অবশ্যই অন্যের মনকে পরিস্কার বোঝতে পারা যায় আবার এটাও বিশ্বাস করি যে, কর্ম না করে গভীর বিশ্বাসে অবশ্যই নীরব প্রাণে শত সহস্র অকথায় অহেতুক কষ্ট পেতে হয়।
কিছু কিছু মানুষ সত্যিই বড় অসহায়। কারণ তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না। তাদের কিছু অবাক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি, এক সময় পরিনত হয় দীর্ঘশ্বাসে। তাই ফেসবুক আমার নিত্য সঙ্গী কিছু কথা লিখে শান্তি পাই। ফেসবুকের মাধ্যমে জীবনের অর্থ বা সৌন্দর্য্যতা খোঁজার মধ্যেই আগামীর সুখ অনুভব করি। একটি প্রবাদ আছে, যারা সব জিনিসেরই একটা সুন্দর অর্থ খোঁজেন তারা সব সময়েই সৎ কাজ করেন। অর্থ দিয়ে যে কাজ সমাধা হয়, তার জন্য বিপদাপন্ন করো না তোমার জীবন।
তার মানে সব ঠিক আমার চাওয়া আর স্বপ্নের মত হবে এটা আমি আশা করি না। আবার সব কিছুই বেঠিক হবে সেটাও না। তার মানে মেনে নেয়া হচ্ছে প্রথম শিক্ষা এবং তাতেই আনন্দ । মেনে নেয়া হচ্ছে শক্তিশালী মানুষের কাজ। যে যত শক্তিশালী সে তত বেশি মেনে নেবে আর সেই তত বেশি ভাল থাকবে। আমি যে কোন কাজের সব থেকে খারাপ পরিণতি আগে দেখার চেষ্টা করি। যদি ঠিক থাকি তাহলে সে কাজটা আমি করবই, এতে আমার আনন্দ। কারও সাথে আমার লেনদেন বা সম্পর্কের বেলাতেও একই অবস্হা। শুধু আমি না, পৃথিবীতে সব সফল দর্শনিকরাই এভাবেই পৃথিবীকে দেখার পরামর্শ দিয়ে গেছেন যুগে যুগে।
নজরুল ইসলাম তোফা,’টিভি ও মঞ্চ অভিনেতা, চিত্রশিল্পী, সাংবাদিক, কলামিষ্ট এবং প্রভাষক’।