13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

admin
September 7, 2017 6:21 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড় তেঁতুলিয়ার শালবাহান দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় মাঠে বিনা মূল্যে স্বাস্থ্যাসেবা প্রদান করা হয়েছে।

 

প্রাণোচ্ছ্বাস আত্মসেবা নয়, মানব সেবা এ স্লোগান কে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন প্রাণোচ্ছ্বাসের আয়োজনে ও স্পন্দন এর সহযোগিতায় বিনা মূল্যে এ স্বাস্থ্যসেবার প্রদান করা হয়।

 

বোদা উপজেলার বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিশ্বিবিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সেচ্ছাসেবী সংগঠন প্রানোচ্ছ্বাস ও স্পন্দন এর বিনা মূল্যে স্বাস্থ্যসেবার আনুষ্ঠানিক ভাবে পায়রা উড়িয়ে চিকিৎসা সেবা উদ্বোধন করেন পঞ্চগড় সিভিল সার্জন ডা.পীতাম্বর রায়।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় বিএমএ’র সাধারণ সম্পাদক ডা.মনসুর আলম, প্রাণোচ্ছ্বাস এর সভাপতি ডাঃ মুঃ মাছউদ আলম, শালবাহান দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক কাবুল।

 

হাজার হাজার রুগীকে দিনব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান করেন ডাঃ মোঃ নুরুজ্জামান জুয়েল, ডাঃ জিয়া হায়দার বসুনিয়া, ডাঃ মোঃ আবু সায়েম রুপম, ডাঃ হাবিবুর রহমান, ডাঃ জাকিয়া ইয়াছমিন, ডাঃ মোঃ মুখলেছুর রহমান, ডাঃ মোঃ সাইফুজ্জামান বিপ্লব, ডাঃ ফারহানা সুলতানা মিলি, ডাঃ জাননাতুন ফেরদৌস নিতু, ডাঃ মোঃ ওয়াজেদ আলী, ডাঃ জি কে এম সাফায়াত হোসেন তন্ময়, ডাঃ আয়েশা সিদ্দিীকা আশা, ডাঃ সারোয়াদি সজিব।

 

দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পটিতে  শিশু, চোখ, কান-গলা, স্ত্রীরোগসহ সকল প্রকার রোগের স্বাস্থ্য

সেবা দেন।

http://www.anandalokfoundation.com/