13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

একাদশ সংসদীয় নির্বাচনে সম্ভাব্য সংখ্যালঘু প্রার্থীরা আলোচনায়

admin
September 3, 2017 11:34 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকী এখনও চৌদ্দ মাস। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের সম্ভাব্য প্রাথীদের নিয়ে চলছে আলোচনা, সমালোচনা আর চুলচেরা বিশ্লেষন। এখন সারা দেশে বন্যা পরিস্থিতির কারনে হাহাকার হলেও থেমে নেই নির্বচনী আলোচনা। আগ্রহী প্রার্থীরা ঈদকে সামনে রেখে যার যার এলাকায় তাদের ছবিসহ রঙ বে-রঙের ব্যানার-ফ্যাষ্টুন ছাপিয়ে শুভেচ্ছা বার্তা দিয়ে সয়লাভ করে ফেলেছে সারা দেশ।

নির্বাচনী এই আলোচনা রাজনৈতিক দল ও তাদের নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে, এবং চায়ের পেয়ালায় পযর্ন্ত উষ্ণতা ছড়িয়েছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা নিয়ে শুরু করে দিয়েছেন ভোটের হিসাব নিকাশ। সূত্রমতে আওয়ামীলীগ তাদের নেত্বাধীন ১৪ দল অটুট রেখে নির্বাচনী প্রার্থী তালিকা ঠিক করবেন বলে জানা যায়। তবে জাতীয় পার্টিকে জোটে রাখবে কিনা তা এখনও ঠিক হয়নি। সূত্রের খবর বিএনপি নির্বাচনে আসলে জাতীয় পার্টিকেও জোটে রাখার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পাল্টে যেতে পারে প্রার্থী তালিকার হিসাব। এখন পর্যন্ত ১৪ দলকে সাথে নিয়েই আওয়ামীলীগ তাদের প্রার্থী তালিকার হিসাব কষা শুরু করে দিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, গবেষনা প্রতিষ্ঠান এবং দলীয় উইংন্সকে কাজে লাগিয়ে আওয়ামীলীগ তাদের মাঠ পর্যায়ের প্রার্থীদের ভাল-মন্দ জরিপের কাজ শুরু করে দিয়েছেন। জানা যায় ইতিমধ্যেই দলীয় সভানেত্রীর হাতে প্রাথমিক রির্পোট চলে এসেছে। এখন চলছে চুলচেরা বিশ্লেষন। এরপর আপডেট হবে জরিপের কাজ। নির্বাচনের আগ পর্যন্ত চলবে এই জরিপ প্রক্রিয়া। অপরদিকে নির্বাচন কমিশনও আগামী নির্বাচনকে ঘিরে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

প্রস্তুতির অংশ হিসাবে ভোটার তালিকা হালনাগাদ, বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যম ও সুশীল সমাজ এর সাথে আলোচনা চলছে। হালনাগাদের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। তাতে নতুন ভোটার বেড়েছে ২৪ লাখ। সে হিসাবে সারাদেশে ভোটার বেড়ে দাঁড়িয়েছে প্রায় দশ কোটির মতো। ভোটের হিসাব এবং তিন’শ সংসদীয় আসনের মধ্যে সংখ্যালঘুরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দলটির কাছে তাদের ৬০ টি আসন দাবি করবে বলে শোনা যাচ্ছে। হিন্দু-বৌদ্ধ-খীষ্টান ঐক্য পরিষদের নেতাদের সাথে কথা বলে জানা গেছে তারা ৬০টি আসনের প্রার্থী তালিকা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রানাদাস গুপ্ত বলেন তারা আনুপাতিক হারে সংসদে তাদের প্রতিনিধিত্ব চায়। এবার দেখা যাক সংখ্যালঘু প্রার্থীরা কে কোন আসনে নির্বাচনের জন্য তৎপরতা চালাচ্ছেন।

আওয়ামীলীগে সংখ্যালঘু সম্ভাব্য প্রার্থী:
ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাশু দত্ত টিটু, এ্যাড. ইন্দ্রনাথ রায়, ঠাকুরগাঁও-২ সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল এমপি, সতিশ চন্দ্র রায়ের ছেলে ডা: মানবেন্দ্র রায়, দিনাজপুর জেলা কৃষক লীগের সহ-সভাপতি গোপেশ চন্দ্র রায়, জয়পুরহাট-১ এ্যাড. নিপেন্দ্রনাথ মন্ডল, রংপুর-২ কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, কুড়িগ্রাম-২ সাংবাদিক ও কুড়িগ্রাম জেলা আ:লীগের সহ-সভাপতি সানালাল বকশি, জেলা আ:লীগের যুগ্ম সম্পাদক অলোক সরকার, কুড়িগ্রাম-৩ উলিপুর উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা), নওগাঁ-১ জেলা আ:লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, পাবনা-১ অজয় কুমার দাস।

ঝিনাইদহ-২ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, মাগুরা-১ কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পদাক রায় রমেশ চন্দ্র, জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুন্ডু, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা পংকজ সাহা, মাগুরা-২ বর্তমান এমপি ও প্রতিমন্ত্রী বিরেন শিকদার, নড়াইল-১ সাবেক ছাত্রলীগ নেতা শ্যমল দাস টিটু, নড়াইল-২ জেলা আ:লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সুভাস বোস, বিশিষ্ট ব্যবসায়ী বাসুদেব ব্যানার্জী, বাগেরহাট-৪ প্রয়াত এমপি সুধাংশু শেখর হালদারের ভাই এ্যাড. প্রবীর হালদার, খুলনা-১ পঞ্চানন বিশ্বাস এমপি, ননী গোপাল মন্ডল, খুলনা-৫ বর্তমান এমপি ও প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, খুলনা-৬ জেলা আ:লীগের সাবেক ছাত্রনেতা প্রেম কুমার মন্ডল, যশোর-৪ রনজিত কুমার রায় এমপি, যশোর-৫ স্বপন ভট্রাচার্য এমপি, আ:লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্রাচার্য, আ:লীগ নেতা রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক সুভাষ সিংহ রায়, মধুসুদন মন্ডল, জয়দেব নন্দী, সাতক্ষীরা-১ তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক সনৎ কুমার ঘোষ, সাতক্ষীরা-৪ সাবেক ছাত্রনেতা ও সাবেক চেয়ারম্যান অসীম মিত্র,

বড়গুনা-১ জেলা আ:লীগ সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বরগুনা-২ যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক সুভাষ রায়, পটুয়াখালী-৪ পটুয়াখালী পৌরসভা আ:লীগের সভাপতি ও কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল কৃষ্ণ হাওলাদার, পিরোজপুর-১ ইঞ্জিনিয়ার সমরেশ বৈদ্য, বরিশাল-১/৩ সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এ্যাড. বলরাম পেদ্দার, বরিশাল-২ সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য, বরিশাল-৪ সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি,

ময়মনসিংহ-১ প্রয়াত সমাজ কল্যান প্রতিমন্ত্রীর ছেলে জুয়েল আরেং এমপি, ডা: সি এস সরকার, ময়মনসিংহ-৮ সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আ:লীগ সদস্য এ্যাড. সৌমেন্দ্র কিশোর চৌধুরী, জামালপুর-৪ জীবন কৃষ্ণ সাহা, নেত্রকোনা-১ কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ছবি বিশ্বাস এমপি, নেত্রকোনা-২ প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা-৩ আ:লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ফরিদপুর-১ ডা: দীলিপ কুমার রায়, ফরিদপুর-৩ বিপুল ঘোষ, শরীয়তপুর-৩ জেলা আ:লীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক অনল কুমার দে, কিশোরগঞ্জ-৫ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পাল,

মুন্সিগঞ্জ-১ উপজেলা আ:লীগ সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ এমপি, মুন্সিগঞ্জ-৩ আ:লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এমপি,

গোপালগঞ্জ-১ আ:লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস,

সুনামগঞ্জ-১ সাবেক ছাত্রনেতা এ্যাড. রনজিৎ সরকার, সুনামগঞ্জ-২ প্রয়াত আ:লীগ উপদেষ্টা সুরঞ্জিত সেন গুপ্তর সহধর্মীনি ড. জয়া সেনগুপ্ত এমপি, মৌলভীবাজার-৪ রনদীপ কুমার দেব,

কুমিল্লা-৭ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. প্রাণ গোপাল দত্ত, চাঁদপুর-৩ আ:লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সুজিত রায় নন্দী,

নাটোর-২ উমা চৌধুরী,

ঢাকা-১ নির্মল চন্দ্র গুহ, ঢাকা-৬ অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায় (সমর), ঢাকা-১৩ জয়ন্ত কুমার সরকার,

লক্ষীপুর-৩ শ্রী প্রাণ নাথ,

সিরাজগঞ্জ-২ অংকুরীজিত নব,

নোয়াখালী-৩ নারায়ন দেবনাথ, চট্রগ্রাম-১০ দেবাশিষ পালিত, চট্রগ্রাম-১৫ ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, কক্সবাজার-৩ সাবেক ছাত্রনেতা ও আ:লীগ উপ-কমিটির সহ-সম্পাদক এ্যাড. প্রশান্ত বড়–য়া, খাগড়াছড়ি আসনে জেলা আ:লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, রাঙ্গামাটি আসনে উষাতন তালুকদার এমপি, জেলা আ:লীগের সভাপতি দীপংকর তালুকদার, বান্দরবন আসনে বীর বাহাদুর উসৈ সিং এমপি।

বিএনপিতে সম্ভাব্য সংখ্যালঘু প্রাথী:
রংপুর- ২ আসনে অধ্যাপক পরিতোষ চক্রবর্ত্তী, ঝিনাইদহ-১ আসনে জয়ন্ত কুন্ডু, নড়াইল-১ আসনে গৌতম মিত্র, মাগুড়া-২ আসনে নিতাই রায় চৌধুরী, যশোর-৬ আসনে বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু বিশ্বাস অপু, টাঙ্গাইল-৬ আসনে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কেন্দ্রীয় নেতা এ্যাড. গৌতম চক্রবর্ত্তী, ঢাকা- ৩ আসনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়/ অর্পনা রায়, রাঙ্গামাটিতে অধ্যাপক দীপেন দেওয়ান, খাগড়াছড়িতে সমীরণ দেওয়ান, বান্দরবানে সচিং প্রু জেরী, ম্যা মা চিং।
জাতীয় পার্টির প্রার্থীদের তালিকা এখনও জানা যায়নি। তবে জানা যায় তাদের দল থেকেও এবার সংখ্যালঘু প্রার্থী থাকবে।
বিকল্পধারা থেকে বাগেরহাট-২ আসনে তেজগাঁও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবিনয় সাহা নির্বাচন করতে পারেন বলে শোনা যায়।
এখন দেখা যাক আগামী নির্বাচনে রাজনৈতিক দল সংখ্যালঘুদের কতটি আসন দেয় এবং তারা রাজনৈতিক দলের কাজ থেকে কতটি আসন আদায় করতে পারে। এটা দেখার জন্য আগামী মনোনয়ন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

http://www.anandalokfoundation.com/