13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পদ্মায় ট্রলার ডুবে ৩০টি গরুর মৃত্যু

admin
August 28, 2017 9:04 pm
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার চন্দনী ইউনিয়নে পদ্মা নদীতে কোরবানির গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ৩০টি গরু ও মহিষ মারা গেছে। সোমবার (২৮ আগস্ট) বিকাল ৩টার দিকে চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ফেরী ঘাট চর এন্দলামপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে। কালুখালী থেকে ছেড়ে আসা গরু বোঝাই ট্রলারটি ডুবে সেখানে ডুবে যায়।

চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম সিরাজুল আলম চৌধুরী বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ট্রলারে ১১টি মহিষ ও ৫৩টি গরু ছিল। ১৪টির মতো নাকি জীবিত উদ্ধার করা হয়েছে।’

ট্রলার ডুবির খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মহল আশরাফী, সদর থানার ওসি মোহাম্মদ আবুল বাশার মিয়া ও ফায়ার সার্ভিস দল ধাওয়াপাড়া ঘাট এলাকা পরিদর্শন করেছেন।

কালুখালী উপজেলার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. শাহজাহান বলেন, ‘ট্রলারে ২০/২৫জন ব্যবসায়ীর প্রায় পৌনে একশ’র মত গরু মহিষ ছিল। কালুখালীর রূপসা থেকে ট্রলারে গরু বোঝাই করে আরিচার উদ্দেশ্যে রওনা হলে পথে ধাওয়াপাড়া এলাকায় ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে পানি ঢুকে যায়। এ সময় ট্রলারটি ডুবে যায়। সবকটি গরু মারা যায়। আমার ৯টি গরুর মধ্যে ৭টিই মারা গেছে।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আব্দুল কুদ্দুস বলেন, ‘ট্রলারে আমার ১১টি গরু ছিল। দুইটি জীবিত উদ্ধার করতে পেরেছি।’

ব্যবসায়ী চয়ন সেখ বলেন, ‘আমার তিনটি গরুর মধ্যে তিনটিই মারা গেছে।’

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়ার হাউজ ইন্সেপেক্টর মাজহারুল ইসলাম বলেন, ‘ট্রলার ডুবির খবর পেয়ে ডুবুরি নিয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ধাওয়াপাড়া ঘাটে উপস্থিত হয় ও উদ্ধার কাজ পরিচালনা করে।’

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে পুলিশ কাজ করছে।’

http://www.anandalokfoundation.com/