13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রধান বিচারপতিকে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছেঃ রানা দাশ গুপ্ত

admin
August 23, 2017 3:42 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ উচ্চ আদালত ও প্রধান বিচারপতিকে নিয়ে ক্ষমতাসীনরা শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ দাবি প্রসঙ্গে রাণা দাশগুপ্ত বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে সরকারি দল যেভাবে প্রধান বিচারপতি ও উচ্চ আদালত নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছে তাতে বিচার বিভাগের ভাবমার্যাদা ক্ষুন্ন হচ্ছে। একই সঙ্গে এ ব্যাপারে জনগণের মধ্যেও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। উল্লেখ্য, আগামী ২৪ আগস্টের মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ দাবি করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন চত্বরে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। অপরদিকে, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ মঙ্গলবার চট্টগ্রামে এক মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

http://www.anandalokfoundation.com/