13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কজুড়ে,চলছে নিষিদ্ধ যানবাহন।।হাইওয়ে পুলিশ নীরব

admin
August 21, 2017 3:13 pm
Link Copied!

কুমিল্লাঃ মহাসড়কের কুমিল্লা অংশে চলছে যানবাহন চলাচলে নানা অনিয়ম। মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা,পিক-আপ,লেগুণা,ট্রাক্টর,ভটভটি,নসিমন নিষিদ্ধ উচ্চ আদালতের নির্দেশে। মহাসড়কের উপর ঘন্টার পর ঘন্টা ভারী যানবাহন রেখে অপেক্ষমান থাকা,উল্টোপথে যান পরিচালনা সব কিছুই নিষিদ্ধের তালিকায় থাকলেও জাতীয় এই মহাসড়কে চালকরা সেটা মানছেনা। তাই মহাসড়কের সর্বত্রই অনিয়ম আর অনিয়ম। তাছাড়াও মহাসড়কের পাশে বাজার পরিচালনা নিষিদ্ধের আইনও অকার্যকর। ফলে উল্টো পথে গাড়ি চলছে। নিষিদ্ধ ও ফিটনেসবিহীন যানবাহন চালাচ্ছে বেপরোয়াভাবে। মহাসড়কের উপর যানবাহন রেখে মালামাল উঠা-নামানো হচ্ছে। তবে এগুলোর প্রতিরোধে নেই হাইওয়ে পুলিশের কোন কার্যক্রম।
সরেজমিন ঘুরে পাওয়া চিত্রে দেখা যায়,দেশের প্রধান ব্যস্ততম জাতীয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্নস্থানে প্রতিদিন কন্টেইনারবাহী লং ভেহিকেল,কভার্ডভ্যান,ট্রাক চালকরা মহাড়কের পাশে যানবাহন দাড় করানোর নির্ধারিত স্থান ব্যবহার না করে যত্রতত্র মহাসড়কের উপর এসকল গাড়ি রেখে ঘন্টার পর ঘন্টা বিশ্রামসহ অলস সময় পার করছে । এতে করে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। এঅবস্থা সবচেয়ে বেশী দেখা যায়,মহাসড়কের চৌদ্দগ্রামের মিয়াবাজার,সদর দক্ষিণের সুয়াগাজী, পদুয়ারবাজার, নিশ্চিন্তপুর, নাজিরাবাজার, বুড়িচংয়ের কাবিলা, নিমসার, চান্দিনার পালকী সিনেমা হলের সামনে, মাধাইয়া,দাউদকান্দিও ইলিয়টগঞ্জ, রায়পুর,কচূয়া রাস্তার মাথা,গৌরীপুর,শহীদনগরসহ বিভিন্নস্থানে । মহাসড়ক ঘুরে দেখা যায় অধিকাংশ স্থানে ইউটার্ণ ব্যবহার না করে অনেক বিলাস বহুল বাস,প্রাইভেটকার,মাইক্রোবাস,মোটরসাইকেল,রিক্সা,ইজিবাইক উল্টো পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে। উচ্চ আদালতের নির্দেশে মহাসড়কের পাশে বাজার পরিচালনা নিষিদ্ধ থাকলেও বুড়িচংয়ের নিমসার এলাকায় প্রতিদিনই বসছে কাচাঁবাজার। মধ্যরাত থেকে পরদিন সকাল ১০/১১ টা পর্যন্ত সড়কের উপর শত শত ট্রাক,কভার্ডভ্যান,পিক-আপ,মিনিট্রাক,মিনি কভার্ডভ্যান, ভটভটি, ট্রাক্টও, ইজিবাইক,রিক্সা ভ্যান রেখে মালামাল উঠা-নামা হচ্ছে। ফলে ব্যস্ততম এই মহাসড়কের নিমসার এলাকায় থেমে থেমে যান চালনা করতে বাধ্য হচ্ছে দ্রুতগামী যানবাহনের চালকরা। অথচ উচ্চ আদালত থেকে মহাসড়কের পাশে বাজার পরিচালনা নিষিদ্ধ করা হয়েছিল ২০১৫ সালের ডিসেম্বরে। মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধেও নিষেধাজ্ঞা আছে। কিন্তু এখানে সেটাও মানা হচ্ছেনা বা হাইওয়ে পুলিশ খুব একটা তৎপর না এগুলো নিয়ন্ত্রণে। ফলে সব অনিয়ম নিয়েই দেশের ব্যস্ততম প্রধান ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কজুড়ে যানবাহন পরিচালনা করছে চালকরা। এতে মহাসড়কে দুর্ঘটনার সম্ভাবনার পাশাপাশি দ্রুতগতির যানবাহন চালকদেও যান চালানোয় বিঘœ ঘটে। এব্যাপারে হাইওয়ে পূবাঞ্চল ( কুমিল্লা)’র পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান,পর্যাপ্ত ‘বে’ বা জায়গা না থাকায় সড়কের পাশজুড়ে গাড়িগুলো রাখা হয়। ইউটার্ণ ও ফিটনেসবিহীন যান চালানোর ব্যাপারে তিনি আরো বলেন,শতভাগ আইন প্রয়োগ সম্ভব না,এক্ষেত্রে নাগরিকদেরও সচেতন হতে হবে। নিমসার এলাকায় মহাসড়কের উপর বাজার পরিচালনার বিষয়ে পুলিশ সুপার বলেন,এটা বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব। তিনি কেন সড়কের পাশে বাজার ইজারা বা পরিচালনার অনুমতি দিলেন,সেটা আমার বোধগম্য না।

ক্যাপশনঃ মহাসড়কের কাবিলা এলাকায় ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছে এক চালক।

http://www.anandalokfoundation.com/