13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন রণতরীর সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে ১০ নাবিক নিখোঁজ

admin
August 21, 2017 12:48 pm
Link Copied!

নিউজ ডেস্ক: সিঙ্গাপুরের উপকূলে একটি মার্কিন রণতরীর সঙ্গে তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষের পর ১০ নাবিক নিখোঁজ রয়েছেন। এসময় পাঁচজন নাবিক আহত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের বন্দরের পূর্ব দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় রণতরীর একদিকের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রণতরী ‘ইউএসএস জন ম্যাককেইন’ সিঙ্গাপুরের পূর্ব দিকের বন্দরে ঢোকারপ্রস্তুতি নিচ্ছিল এবং সেখানেই সেটির নোঙর করার কথা ছিল। এ সময় লাইবেরিয়ারপতাকাবাহী তেলের ট্যাঙ্কার ‘আলনিক এমসি’র সঙ্গে রণতরীর সংঘর্ষ হয়।সংঘর্ষের পর নিখোঁজ নাবিকদের খোঁজে সমুদ্রে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর বিমানের পাশাপাশি সিঙ্গাপুরের নৌবাহিনী ও কোস্টগার্ডও এতে সহায়তা করছে।  এর আগে গত জুন মাসে মার্কিন রণতরী ‘ইউএসএস ফিটজেরাল্ড’-এর সঙ্গে ফিলিপাইনের তেলবাহী এক ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে সাত মার্কিন নাবিক নিহত হন।

http://www.anandalokfoundation.com/