13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঈদের পরে আরো ৬ দলকে সংলাপে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন

admin
August 19, 2017 8:22 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজ, গণমাধ্যমের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন এবার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে কমিশন এরই মধ্যে দলের জন্য আলাদা ৩টি তারিখ ঘোষণা করেছে কমিশন

এছাড়াও নতুন করে আরো দলকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হবে। নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন, ঈদুল আজহার আগে দলের সঙ্গে সংলাপ করবে কমিশন। ২৪ আগস্ট শুরু হয়ে চলবে ৩০ আগস্ট পর্যন্ত। আর ঈদের পর আসছে ১০, ১২ ১৪ সেপ্টেম্বর সকালবিকেল নতুন আমন্ত্রিত দলের সংলাপ করা হবে। শিগগির তাদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হবে

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার আগে ২৪ আগস্ট থেকে যেসব দলের সঙ্গে সংলাপ করা হবে সেগুলো হলো

২৪ আগস্ট বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টবিএনএফ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট;

২৮ আগস্ট বাংলাদেশ মুসলিম লীগবিএমএল খেলাফত মজলিশ এবং

৩০ আগস্ট বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টিজাগপা

এর আগে গেলো ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে কমিশন

২০১৯ সালের ২৮ জানুয়ারির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই জন্যে সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে ইসি। যাতে আসছে ভোট সবার অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়

http://www.anandalokfoundation.com/