13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব শান্তি কল্পে শান্তি যজ্ঞ অনুষ্ঠিত

admin
August 15, 2017 3:59 pm
Link Copied!

ভাগবত কৃষ্ণ দাস ভানুঃ সনাতন ধর্মের লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান দ্বিভূজ মুরলীধর শ্যামসুন্দর শ্রীশ্রী কৃষ্ণের আবির্ভাব ব্রত(জন্মাষ্টমী) মহামহোৎসব উপলক্ষে বিশ্ব শান্তি কল্পে শান্তি যজ্ঞ অনুষ্ঠিত।

আজ ১৫ আগষ্ঠ রাজধানীর গেণ্ডারিয়া থানাধীন গৌড়ীয় মঠে জাতীয় শোক দিবসে স্বাধীন বাংলাদশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত অন্যান্য সকলের আত্মার শান্তি কল্পে ও বিশ্বের সকলের শান্তি কামনায় এ যজ্ঞ ও প্রার্থনা সভার আয়োজন।

উক্ত যজ্ঞে উপস্থিত ছিলেন, ভারতের মায়াপুরস্থ শ্রীশ্রী গৌর গিরিধারী মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্যপাদ পরমারাধ্যতম ওঁ বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য ত্রিদণ্ডি স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজ, ভারতের মায়াপুর চৈতন্যমঠের অরণ্য মহারাজ, মায়াপুররস্থ শ্রীধর মহারাজ, শ্রীশ্রী মাধ্ব গৌড়ীয় মঠের পূজ্যপাদ পদ্মনাভ মহারাজ, শ্রী বসন্ত দাস ব্রহ্মচারী, ভারতের মায়াপুরস্থ শ্রীশ্রী গৌর গিরিধারী মন্দির এর অধ্যক্ষ শ্রী অভিরাম কৃষ্ণ দাস ব্রহ্মচারী, শ্রী প্রাণ গোবিন্দ দাস ব্রহ্মচারী, শ্রী রূপ দাস ব্রহ্মচারী, শ্রী মৃদুল হরি দাস, শ্রী সুদর্শন দাস ব্রহ্মচারী প্রমুখ।

উক্ত যজ্ঞে পৌরহিত্য করেন পঞ্চগড় জেলার বানিয়াপাড়ায় শ্রীশ্রী নৃসিংহ মন্দিরের অধ্যক্ষ শ্রীভাগবত কৃষ্ণ দাস ব্রহ্মচারী(ভানু)।

http://www.anandalokfoundation.com/