13yercelebration
ঢাকা
শিরোনাম

জিআই হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি পণ্যের গুণগত মানের দিকে নজর দিতে হবে -শিল্পমন্ত্রী

ইউএস স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ২০২৩ হিউম্যান রাইটস রিপোর্ট

দেশকে এগিয়ে নিতে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য -স্থানীয় সরকার মন্ত্রী

শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে তরুণদের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করবে -স্বাস্থ্য মন্ত্রী

তাপদাহ না কমলে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তিন বিকল্প ভাবছে নীতি নির্ধারণী

সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠিত 

নোয়াখালীতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়   

আজকের সর্বশেষ সবখবর

সালমান কে নকল করবেন শাহরুখ

admin
August 13, 2017 1:49 am
Link Copied!

বিনোদন ডেস্কঃ
উ কেউ কথাও রাখেন! যেমন সলমন খান।
বক্স অফিসে ‘টিউবলাইট’ মুখ থুবড়ে পড়ার পর কোটি কোটি টাকার লোকসান হয়েছিল ফিল্ম পরিবেশকদের। সূত্রের খবর, পরিবেশকরা সলমনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছিলেন। আর ‘ভাইজান’ সেই দাবিতে রাজি হয়ে ঠিক করেছিলেন জুলাই শেষে ক্ষতিপূরণ নিজেই মিটিয়ে দেবেন। সূত্রের খবর, আশ্বাস মতো গত বৃহস্পতিবার, মহারাষ্ট্রের ফিল্ম পরিবেশকের ৩২ কোটি ৫০ লক্ষ টাকা মিটিয়ে দিয়েছেন সলমন খান। মোট ক্ষতির প্রায় অর্ধেক এটা।
কিন্তু তাতে কী! মহারাষ্ট্রের ফিল্ম পরিবেশক শ্রেয়াংশ হিরাওয়াতের সময়টা মোটেই ভাল যাচ্ছে না। কেন জানেন তো? আসলে সলমন খানের সঙ্গে শাহরুখ খানের ছবি পরিবেশনের কাজও করেন তিনি। সলমনের ‘টিউবলাইট’-এর পর এ বার জোর ধাক্কা খেয়েছেন শাহরুখের ‘জব হ্যারি মেট সেজল’-এর পরিবেশন করেও। ছবি ফ্লপ। বক্স অফিসে ক্ষতির পরিমাণ অন্তত ৫০ কোটি টাকা।
আরও পড়ুন, হ্যারি-সেজলের প্রেম দেখতে গিয়ে বিদেশমন্ত্রীকে টুইট করলেন দর্শক, কেন?
আর এতেই সিনে দুনিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। সলমনের দেখাদেখি, শাহরুখও নাকি এ বার পরিবেশকদের ক্ষতিপূরণ দিতে প্রস্তুতি নিচ্ছেন। অন্তত তেমনটা ভেবে ফেলেছেন বলেই ইন্ডাস্ট্রি সূত্রে খবর। যদিও শাহরুখের কোনও মন্তব্য এ বিষয়ে এখনও মেলেনি।(সংগ্রহীত)

http://www.anandalokfoundation.com/