13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্বীকৃতি প্রাপ্ত সকল প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষে ঝালকাঠিতে শিক্ষকদের অবস্থান ধর্মঘট পালন

admin
July 26, 2017 3:44 pm
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে এমপিওভুক্তকরণ, বাৎসরিক ৫ শতাংশ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা, অবসর কল্যাণের ১০ ভাগ কর্তনের পরিপত্র প্রত্যাহারের দাবিতে ঝালকাঠিতে বেসরকারী মাধ্যমিক শিক্ষক কর্মচারিদের অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, শিক্ষক নেতা মিলন কান্তি দাস, লস্কর মো. মাসুদ, সুনীল বরণ হালদার, প্রমূখ।

সমাবেশে বক্তারা দেশে বৈষম্যহীন গণতান্ত্রীক শিক্ষা ব্যবস্থার দাবি জানান। সভাপতি তোফাজ্জল হোসেন জানান, সারাদেশের সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে এমপিওভুক্ত করার জন্য সরকারের নিকট দাবি করছি। আমাদের দাবিসমুহ মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান এই শিক্ষক নেতাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

http://www.anandalokfoundation.com/