13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নারী বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক মিতালি

admin
July 25, 2017 10:07 am
Link Copied!

স্পোর্টস ডেস্কঃ মিতালি রাজ, যার অনন্য নেতৃত্বে নারী বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। এর পুরস্কারও হাতেনাতে পেলেন তিনি। সোমবার নারী বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। এতে অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক।

রোববার লর্ডসে নারী বিশ্বকাপের একাদশতম আসরের ফাইনালে ২২৯ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯ রানে হারে ভারত। এতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ধূলিস্মাৎ হয়ে যায় মিতালি বাহিনীর।

তবে ভারতকে ফাইনালে তুলতে প্রধান সেনানীর ভূমিকা পালন করেন মিতালি। দলকে সামন থেকে নেতৃত্ব দিয়েই শিরোপা জয়ের স্বপ্ন দেখান। টুর্নামেন্টে এক সেঞ্চুরি ও দু’হাফসেঞ্চুরি হাঁকান ভারতীয় অধিনায়ক। সেমিফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ৩৬ রানের জয়সূচক ইনিংস। সব মিলিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরারও তিনি।

তাই তাকেই নারী বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে প্যানেল। এ প্যানেলে ছিলেন আইসিসি মহাব্যবস্থাপক জিওফ আলার্ডিস, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ইয়ান বিশপ, ইংল্যান্ড নারী দলের সাবেক অধিনায়ক শার্লট এডওয়ার্ডস, অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার লিজা স্টলেকার ও ভারতের সাবেক খেলোয়াড় কাম সাংবাদিক স্নেহাল প্রধান।

সেরা একাদশে স্থান পেয়েছেন ইংল্যান্ডের চারজন, দক্ষিণ আফ্রিকা ও ভারতের তিনজন করে এবং অস্ট্রেলিয়ার একজন।

সেরা একাদশ : টেমসিন বিউমন্ট (ইংল্যান্ড), সারা টেইলর (ইংল্যান্ড), অ্যানিয়া শ্রুবসোল (ইংল্যান্ড), অ্যালেক্স হার্টলি (ইংল্যান্ড), লাউরা ওলভার্ট (দক্ষিণ আফ্রিকা), মারিজানে ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), ড্যান ভ্যান নেইকার্ক (দক্ষিণ আফ্রিকা), মিতালি রাজ (ভারত), হারমানপ্রিত কৌর (ভারত), দীপ্তি শর্মা (ভারত) ও এলিসি পেরি (অস্ট্রেলিয়া)।

http://www.anandalokfoundation.com/